Thursday, April 3, 2014

প্রহসন কি?

10:08 PM

প্রহসন এক প্রকার নাট্য সৃষ্টি যেখানে “হাস্যরসময় জীবনালেখ্য রুপায়িত হয়ে উঠে। প্রহসন নাট্য সাহিত্যের একটি উপজাতি- কৌতুক নাটক বা ব্যঙ্গ নাটক এর যথার্থ পরিচয়। সংস্কৃত অলংকারিকেরা প্রহসন বলতে সমাজের কুরীতি শোধানার্থে রহস্যজনক ঘটনা সম্বলিত হাস্যরস-প্রধান একাঙ্কিকা নাটককে বুঝাতেন। বর্তমানে প্রহসন বলতে অতিমাত্রায় লঘু কল্পনাময়, অতিশয্যব্যঞ্জক, হাস্যরসোজ্জ্বল সংস্কারমূলক নাটককে বুঝায়। ইংরেজী নাটকে কমেডি যদি স্থুল রসিকতা বা হালকা হাসির পর্যায়ে পতিত হয় তবে তা Farce(A funny play for the theatre based on ridiculous and unlikely situations and events; this type of writing or performance) নামে অভিহিত করাহয়। Farce এর বাংলা প্রতিশব্দ হিসাবে প্রহসন কথাটি ব্যবহার হয়। বাংলা প্রহসন বলতে কৌতুক ও ব্যঙ্গরসাত্নক সর্ববিধ নাটককে বুঝান হয়।

বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য প্রহসন অনেকগুলোই লেখা হয়েছে। যেমন-

রচয়িতাপ্রহসন
মাইকেল মধুসুদন একেই কি বলে সভ্যতা,বুড় সালিকের ঘারে রোঁ
গিরিশ চন্দ্র ঘোষ সপ্তমীতে বিসর্জন, বড় দিনের বক্‌শিস, সভ্যতার পান্ডা, পাঁচ কনে, বেল্লিক বাজার
অমৃতলাল বসুবিবাহ বিভ্রাট, সম্মতি সঙ্কট, কালা পানি, বাবু, একাকার, বৌমা, গ্রাম্য বিভ্রাট, বাহবা বাতিক, খাস দখল, চোরের উপর বাটপারি , ডিসমিস, চাটুয্যে ও বাঁডুয্যে, তাজ্জব ব্যাপার, কৃপনের ধন, অবতার, ব্যাপিকা বিদায়, রাজা বাহাদুর, তিলতর্পণ
দ্বিজেন্দ্রলাল রায় কল্কি অবতার, পুনর্জন্ম, বিরহ, এ্যহস্পর্শ, প্রায়শ্চিত
মীর মোশারফ হোসেন এর উপায় কি, ভাই ভাই এইতো চাই, ফাঁস কাগজ, একি
দীনবন্ধু মিত্র সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়, জামাই বারিক
রবীন্দ্রনাথ ঠাকুরগোরায় গলদ, বৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা, শেষ রক্ষা, ব্যঙ্গ কৌতুক, হাস্য কৌতুক
রাম নারায়ন তর্করত্নউভয় সঙ্কট, চক্ষুদান, যেমন কর্ম তেমন ফল
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকিঞ্চিত জলযোগ, এমন কর্ম আর করব না, হঠাৎ নবাব, হিতে বিপরীত, দায়ে পরে দায়গ্রহ

Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

0 comments:

Post a Comment

Thanks You, Soon we will come back to you.

 

© 2014 Preparation for Job. All rights resevered.

Back To Top